
মেটা কানেক্ট সম্মেলন কাল, যেসব পণ্যের ঘোষণা দেবেন জাকারবার্গ
মার্কিন প্রযুক্তি জায়ান্ট মেটার বার্ষিক ডেভেলপার সম্মলেন ‘মেটা কানেক্ট ২০২৫’ শুরু হবে আগামীকাল। ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে কোম্পানিটির প্রধান কার্যালয়ে চলবে এই আয়োজন।
প্রতিবারের মতো এবারও ইভেন্টের সূচনা হবে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের কি-নোট উপস্থাপনার মাধ্যমে। এবারের ইভেন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), এআর ও ভার্চুয়াল রিয়েলিটির (ভিআর) সর্বশেষ উদ্ভাবন তুলে ধরা হবে বলে জানা গেছে। বিশেষ করে, আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে নতুন প্রজন্মের স্মার্ট গ্লাস।
কখন, কোথায় দেখবেন
দুই দিনব্যাপী এই আয়োজন হবে যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী ১৭ থেকে ১৮ সেপ্টেম্বর। তবে বাংলাদেশ সময় আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টায় শুরু হবে মূল বক্তব্য বা কি-নোট। মেটার ওয়েবসাইট থেকে বিনা মূল্যে সরাসরি দেখা যাবে অনুষ্ঠানটি। সে সঙ্গে মেটার ইউটিউব চ্যানেল ও ফেসবুক প্রোফাইলেও এটি দেখা যাবে।