You have reached your daily news limit

Please log in to continue


রাশিয়ার সামরিক মহড়ায় ভারত-ইরান-বাংলাদেশ, পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র

রাশিয়া নেতৃত্বাধীন “জাপাদ-২০২৫” সামরিক মহড়ায় অংশ নিয়েছে ভারত, ইরান, বাংলাদেশসহ ৭টি দেশের সেনারা। এই মহড়ায় রাশিয়া ও বেলারুশ যৌথভাবে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুশীলন করেছে। একই সঙ্গে প্রদর্শন করা হয়েছে ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যা ইউক্রেন যুদ্ধে গত বছর প্রথমবারের মতো নিক্ষেপ করা হয়েছিল। খবর আল জাজিরার। 

রাশিয়ান সংবাদ সংস্থা তাস মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জানিয়েছে, মহড়ায় ভারতের অংশগ্রহণ মস্কো-নয়াদিল্লির ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে ৬৫ জন সেনা এতে অংশ নিয়েছে। 

২০২১ সালেও রাশিয়ার ভলগোগ্রাদ অঞ্চলে সন্ত্রাসবিরোধী ও প্রচলিত সামরিক কার্যক্রমে অংশ নিয়েছিল ভারতীয় সেনারা। তবে এবারের মহড়া বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ বর্তমানে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্যে রয়েছে। ট্রাম্প প্রশাসন সম্প্রতি ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে এবং রাশিয়ার কাছ থেকে ভারতের জ্বালানি আমদানি নিয়েও ওয়াশিংটনের সঙ্গে দ্বন্দ্ব চলছে।

রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে নীঝনি নোভগোরোদ অঞ্চলে গিয়ে মহড়া পর্যবেক্ষণ করেন। তিনি জানান, মহড়ায় অংশ নিয়েছে প্রায় এক লাখ সেনা। পুতিন বলেন, মহড়ার উদ্দেশ্য রাশিয়া ও বেলারুশের “ইউনিয়ন স্টেট” রক্ষা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন