
গণপরিষদ নির্বাচন নিয়ে যত মাথাব্যথা এনসিপির, প্রয়োজনে আন্দোলন
জাতীয় নির্বাচন নয়, গণপরিষদ নির্বাচন নিয়ে যত মাথাব্যথা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল যখন দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানাচ্ছে, তখন এনসিপি গণপরিষদ নির্বাচন নিয়ে প্রয়োজনে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে।
এনসিপি মনে করছে, দেশের বর্তমান সংসদীয় ব্যবস্থা জনগণের প্রকৃত প্রতিনিধি নয়। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন, রাজনৈতিক কাঠামোর সংস্কার ও একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রীয় ব্যবস্থার সূচনা সম্ভব। বর্তমান সংবিধান ও রাষ্ট্রব্যবস্থা জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে। তাই প্রয়োজন একটি নতুন সংবিধান।
দলটির কেন্দ্রীয় নেতারা বিভিন্ন সভা-সেমিনার, এমনকি জাতীয় ঐকমত্য কমিশনেও গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছেন। তারা বলছেন, গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের নতুন সংবিধান এখন সময়ের দাবি। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করলে তা সর্বজন গ্রহণযোগ্য হবে। সহজে পরিবর্তন হবে না।
তবে দলটি এ-ও বলছে, জাতীয় নির্বাচন নিয়ে তাদের বাধা নেই। সরকারঘোষিত আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনেও তাদের দ্বিমত নেই। শুধু এর আগে গণপরিষদ নির্বাচন দিতে হবে।