দুই বছরের মধ্যে গাজা সিটিতে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। অবিরাম বোমা ও গুলির মুখে হাজারো বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন। জাতিসংঘ মহাসচিব এ হামলাকে “ভয়াবহ” বলে আখ্যা দিয়েছেন। খবর আল জাজিরার।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “গাজা জ্বলছে”। চারদিক ধ্বংসস্তূপে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে আসবাবপত্র বোঝাই ভ্যান, গাধার গাড়ি আর হাঁটা পথে মানুষ উপকূলীয় আল-রাশিদ সড়ক ধরে দক্ষিণমুখী যাত্রা শুরু করেছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ইসরায়েলি হামলায় অন্তত ৯১ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, উপকূলীয় সড়কে পালিয়ে যাওয়া যাত্রীবাহী যানবাহনেও বোমা নিক্ষেপ করা হয়েছে। এদিন শহরের অন্তত ১৭টি আবাসিক ভবন ধ্বংস হয়েছে, যার মধ্যে পূর্ব তুফাহ এলাকার আয়বাকি মসজিদও রয়েছে।