You have reached your daily news limit

Please log in to continue


ইউনূস এমন দেশ চান, যেখানে ধর্মীয় উৎসবে ‘নিরাপত্তার ঘেরাটোপ’ লাগে না

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, এমন বাংলাদেশ তিনি দেখতে চান, যেখানে ধর্মীয় উৎসব পালন করতে অতিরিক্ত নিরাপত্তার আয়োজন করতে হয় না।

“আমরা চাই না নিরাপত্তা বাহিনীর ঘেরাটোপে থেকে ধর্ম পালন করতে। আমরা চাই নাগরিক হিসেবে মুক্তভাবে যার যার ধর্ম পালন করতে। এ অধিকার আমাদের নিশ্চিত করতে হবে।“

বাসস জানিয়েছে, শারদীয় দুর্গাপূজা সামনে রেখে মঙ্গলবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন প্রধান উপদেষ্টা। তার আগে তিনি ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিক সমান মর্যাদার অধিকারী এবং ধর্ম, মত বা অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে কাউকে কোনোভাবেই বঞ্চিত করা যাবে না।

“আমরা সবাই একই পরিবারের সদস্য। পুরো জাতি একটি পরিবার। পরিবারের ভেতরে মতভেদ থাকতে পারে, ব্যবহারের পার্থক্য থাকতে পারে। কিন্তু পরিবার একটি অটুট জিনিস—এটাকে কেউ ভাঙতে পারবে না। আমরা যেন জাতি হিসেবে এই অটুট পরিবার হয়ে দাঁড়াতে পারি, সেটাই আমাদের লক্ষ্য।”

তিনি বলেন, “যত ধর্মীয় পার্থক্য থাকুক, মতের পার্থক্য থাকুক, রাষ্ট্রের কোনো অধিকার নেই বৈষম্য করার। রাষ্ট্র দায়িত্ববদ্ধ সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য। সে যেই ধর্মেই বিশ্বাস করুক, যে মতবাদেই বিশ্বাস করুক, ধনী হোক কিংবা গরিব–রাষ্ট্রের কাছে সে একজন নাগরিক। নাগরিকের সকল অধিকার সংবিধানে লিপিবদ্ধ আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন