You have reached your daily news limit

Please log in to continue


টিকটক বিক্রি বা বন্ধের সময়সীমা বাড়তে পারে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও চীনা কোম্পানি বাইটড্যান্সকে দেওয়া সময়সীমা বাড়াতে যাচ্ছেন বলে জানা গেছে। আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে টিকটকের মার্কিন সম্পদ বিক্রি করতে হবে বা অ্যাপটি বন্ধ করতে হবে— এমন আইন কার্যকর হওয়ার কথা ছিল। তবে হোয়াইট হাউসের ঘনিষ্ঠ এক সূত্র বলছে, এবারও সময়সীমা বাড়ানো হবে।

এটি হবে চতুর্থবারের মতো সময়সীমা বাড়ানো। মূলত জানুয়ারি ২০২৫ পর্যন্ত সময় ছিল। এরপর টানা কয়েক দফায় বাড়ানো হয়েছে।

গত মাসে ট্রাম্প দাবি করেছিলেন, টিকটকের জন্য মার্কিন ক্রেতা প্রস্তুত রয়েছে এবং প্রয়োজনে সময় আরও বাড়ানো হবে। তবে রোববার সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন, “হতে পারে দেব, হতে পারে দেব না। আমরা এখন টিকটক নিয়ে আলোচনা করছি। হয়তো টিকটককে মরতে দেব, আবার হয়তো না। এটা চীনের ওপরও নির্ভর করছে। তবে আমি শিশুদের জন্য এটা করতে চাই।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন