দেশের শোবিজ অঙ্গনের অন্যতম গ্ল্যামার গার্ল রোজা আহমেদ। ফের নিজের স্টাইল দিয়ে চলে এলেন আলোচনায়। সামাজিক মাধ্যমে তার অসংখ্য ভক্ত-অনুরাগী; তাই নিজের ব্যক্তিগত মুহূর্তগুলোও ভাগ করে নেন নিয়মিত। এবার রঙিন শাড়িতে ধরা দিয়ে তাদের মন মাতালেন রোজা।
এর আগে তাকে দেখা গেছে ওয়েস্টার্নে কিংবা টপসে; আবার কখনো ট্রাডিশনাল স্যালোয়ারে বা গাউনে। শাড়িতেও ধরা দিয়েছিলেন এই সুন্দরী; তবে বিয়ের শাড়িতেই দেখা মিলেছিলো প্রথম। ফের আবারও শাড়িতে দেখা গেল তাকে; আরও ভিন্নভাবে, আকর্ষণীয় লুকে।
রোজা আহমেদ প্রায়ই তার স্টাইলিশ লুক শেয়ার করে থাকেন ভক্তদের মাঝে। তারই ধারায় রোববার রাতে দুটি নতুন ছবিতে নিজেকে ধরা দিলেন। ছবিতে দেখা যায়, হালকা ধাঁচের একটি হলুদ শিফন শাড়িতে নিজেকে সাজিয়েছেন তিনি। শাড়িটির মূল জমিন হলুদাভ হলেও এতে রয়েছে গোলাপি ও অন্যান্য শৈল্পিক ছোঁয়া, যা এটিকে একটি নান্দনিক রূপ দিয়েছে।