You have reached your daily news limit

Please log in to continue


এক জাহাজ অপরিশোধিত চিনি আটকা বন্দরে

ব্রাজিলের সান্তোষ বন্দর থেকে ২৭৮ কোটি টাকা মূল্যমানের চিনির কাঁচামাল বা অপরিশোধিত চিনি নিয়ে গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম বন্দরে পৌঁছায় ‘এমভি স্পার ক্যাপেলা’ জাহাজ। তবে শুল্কায়নযোগ্য মূল্য নিয়ে বিরোধের কারণে গত পাঁচ দিনেও জাহাজটিতে আনা কাঁচামাল খালাস হচ্ছে না। ফলে এসব কাঁচামাল উৎপাদনের জন্য কারখানায়ও নেওয়া যাচ্ছে না।

সাধারণত ভোগ্যপণ্য আমদানিতে আমদানিকারক যে দর ঘোষণা করেন, তা আন্তর্জাতিক স্বীকৃত প্রতিষ্ঠানের মূল্য তালিকার সঙ্গে মিলিয়ে ও প্রাসঙ্গিক নানা বিষয় যাচাই করে শুল্কায়ন করে কাস্টমস। তবে চিনির এই চালানে আমদানি মূল্য কম থাকায় কাস্টমস আমদানিকারকের ঘোষিত মূল্যে শুল্কায়ন করেনি। কাস্টমস কর্তৃপক্ষ সমসাময়িক ঘোষিত মূল্য টনপ্রতি ৪২৬ ডলার দরে শুল্কায়নের প্রক্রিয়া করছে, যা আমদানিকারকের ঘোষিত মূল্য টনপ্রতি ৪০৪ দশমিক ৫১ ডলার দরের চেয়ে বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন