ভক্তরা কাঁদলেন, ‘কাঁদল’ আকাশ, বিদায় নিলেন ফরিদা পারভীন

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪৩

ঢাকায় তখন মুষলধারে বৃষ্টি। বর্ষণ উপেক্ষা করেই অনেকে এলেন কেন্দ্রীয় শহীদ মিনারে। লালনের গানের ভক্ত রইস উদ্দীন বললেন, ‘গানের পাখি’ ফরিদা পারভীনের মৃত্যুতে ‘আকাশও যেন কাঁদছে’।


রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার রাত সোয়া ১০টায় মারা যান ফরিদা পারভীন। তার বয়স হয়েছিল ৭১ বছর।


কথা ছিল, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের এই আয়োজন শুরু হবে রোববার সকাল সাড়ে ১০টায়। তবে তেজকুনি পাড়ার বাড়ি থেকে ফ্রিজিং গাড়িতে করে কফিন পৌঁছাতে বেলা সোয়া ১১টা বেজে যায়।


ততক্ষণে শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা সেখানে জড়ো হয়েছেন। ফরিদা পারভীনের গানের ভক্তরাও অনেকে এসেছেন শহরের নানা প্রান্ত থেকে।


পরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় শুরু হয় শ্রদ্ধা নিবেদন পর্ব। জাতীয় কবিতা পরিষদ, সত্যেনসেন শিল্পী গোষ্ঠী, উদীচী শিল্পী গোষ্ঠী, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল- জাসাস, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, জাতীয় গ্রন্থকেন্দ্র, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় শিল্পীর কফিনে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও