You have reached your daily news limit

Please log in to continue


ছেলে-মেয়ে অভিন্ন কোটা, সমান নম্বরে অগ্রাধিকার বাংলা-ইংরেজি-গণিতে

ফের অষ্টম শ্রেণিতে ফিরছে ‘জুনিয়র বৃত্তি পরীক্ষা’। চলতি বছরই নতুন নীতিমালায় এবং নতুন আঙ্গিকে এক-চতুর্থাংশ শিক্ষার্থী বছরশেষে এই পরীক্ষায় বসার সুযোগ পাবে। এবার ছেলে ও মেয়েদের জন্য থাকছে অভিন্ন কোটা। মেধার ভিত্তিতে ৫০ শতাংশ ছেলে ও ৫০ শতাংশ মেয়ে শিক্ষার্থী ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি পাবে। তবে, সমান নম্বর পেলে আগে দেখা হবে বাংলা, ইংরেজি ও গণিতের ফল। এরপরও যদি ক্রম নির্ধারণ করা না যায়, তবে সমান নম্বর পাওয়া সব শিক্ষার্থীকেই বৃত্তি দেওয়া হবে।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহেনা পারভীনের সই করা নতুন নীতিমালায় এসব বিষয় জানানো হয়েছে। নীতিমালা অনুযায়ী, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়— এই পাঁচটি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে ১০০ নম্বর করে এবং বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০ নম্বর করে অর্থাৎ মোট ৪০০ নম্বরের ওপর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিটি পরীক্ষার সময় থাকবে তিন ঘণ্টা। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে। পরীক্ষার প্রশ্নপত্র হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত অষ্টম শ্রেণির বইয়ের ভিত্তিতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন