জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে বিতর্ক চলছে, সে ক্ষেত্রে বিএনপির ‘কনসার্ন’ বা চিন্তার জায়গা আসলে কী, তা পরিষ্কার করে জানালেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিএনপি এমন কোনো নজির তৈরি করতে চায় না, যেটা অনুসরণ করে ভবিষ্যতে অন্য কেউ সহজে সংবিধান সংশোধন করে ফেলতে পারে।
আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে এক গোলটেবিল বৈঠকে সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন। ‘নির্বাচনের জন্য রাজনৈতিক সমঝোতার পথ’ শিরোনামে এ বৈঠকের আয়োজন করে প্রথম আলো।
সালাহউদ্দিন বলেন, ‘সংবিধান সংস্কারের যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো সংসদে সংশোধিত হবে। তার আগে যদি কোনো বৈধ, আইনানুগ বা সাংবিধানিক পন্থা কেউ আবিষ্কার করতে পারেন, দেশের স্থিতিশীলতা ও জাতীয় স্বার্থে আমরা তার সঙ্গে একমত হব। কিন্তু আমরা এমন কোনো বাজে প্রিসিডেন্ট (নজির) তৈরি করতে চাইছি না, যেটা দুই বছর-পাঁচ বছর পরে আবার কেউ প্রয়োগ করার চেষ্টা করবে যে ‘‘ওইভাবে তো সংবিধান পরিবর্তন হয়ে গিয়েছিল, এখন আবার ওই প্রিসিডেন্টটা নিয়ে পরিবর্তন করো।’’’