You have reached your daily news limit

Please log in to continue


মৃত্যুর ৫ বছর পর এন্ড্রু কিশোরকে কর পরিশোধের চিঠি, আইন যা বলছে...

মৃত্যুর পাঁচ বছর পর বাংলা গানের জনপ্রিয় সংগীতশিল্পী এন্ড্রু কিশোরকে আয়কর পরিশোধের চিঠি পাঠিয়েছে কর অঞ্চল–১২। সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদ স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, এন্ড্রু কিশোরের ৭২ হাজার ৮০৩ টাকা কর বকেয়া আছে। চিঠিটি এসেছে প্রথম আলোর কাছে।

কর অঞ্চল–১২ থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ২০০৫–০৬ অর্থবছরে ২২ হাজার ৪২৩ টাকা এবং ২০১২–১৩ অর্থবছরে এন্ড্রু কিশোরের কাছে তাদের পাওনা ৫০ হাজার ৩৮০ টাকা।

আজ শনিবার সন্ধ্যায় প্রথম আলোর সঙ্গে কথা হয় কাজী রেহমান সাজিদের। তিনি বলেন, ‘এটা আমাদের নিয়মিত কাজ। এন্ড্রু কিশোরের কাছে পাওনার দায়ভার তাঁর উত্তরাধিকার যাঁরা আছেন, তাঁদের ওপর বর্তাবে। এন্ড্রু কিশোরের উত্তরাধিকারদের কেউ আমাদের লিখিতভাবে জানাননি, তাঁর বকেয়া কে বা কারা পরিশোধ করবেন। আমাদের অফিশিয়াল রেকর্ডেও তিনি যে মৃত তা নেই। তাই এটা এখনো বকেয়া হিসেবে আছে, সে জন্যই এই চিঠি পাঠানো।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন