You have reached your daily news limit

Please log in to continue


ঘর ভরে যাচ্ছে রাস্তার ধুলায়, পরিষ্কার রাখবেন যেভাবে

রাস্তার পাশে বাড়ি হলে সবচেয়ে বড় সমস্যা হল ধুলাবালি। নিয়মিত ঝাড়ু দিয়েও ধুলা জমতেই থাকে। শুরু নোংরা নয়, প্রতিদিনের ব্যবহৃত জিনিসপত্রে ধুলার আস্তরণ পড়ে বিভিন্ন রোগও হতে পারে। তাই রাস্তার পাশে বাড়ি হলে ঘর পরিষ্কারে বেশি সর্তক থাকতে হবে।

একটু বাড়তি সতর্কতা আপনার ঘরে ধুলাবালি নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। আসুন জেনে নেওয়া যাক ঘরের ধুলাবালি কীভাবে কমাবেন-

১. এয়ার পিউরিফায়ার ব্যবহার

ধুলাবালি, রাসায়নিক, বিষাক্ত কণা থেকে বাঁচতে ঘরে এয়ার পিউরিফায়ার ব্যবহার করা জরুরি। এয়ার পিউরিফায়ার বাতাসে থাকা ধুলা ও ক্ষতিকর কণা আটকে ঘরকে পরিষ্কার রাখে। এটি ব্যবহারে ঘর থাকে ধুলামুক্ত। এছাড়া যাদের হাঁপানি বা শ্বাসকষ্ট ও ডাস্ট এলার্জি আছে, তাদের জন্য এয়ার পিউরিফায়ার খুব উপকারী।

২. নিয়মিত এসির ফিল্টার পরিষ্কার করা

ঘরে এসি থাকলে অবশ্যই এসির ফিল্টার পরিষ্কার করতে হবে। রাস্তার পাশে বাড়ির হওয়ার কারণে ধুলাবালি বেশি হয়। এই ধুলাবালিই এসির ফিল্টারকে দ্রুত নোংরা করে। নোংরা ফিল্টার ব্যবহারে অসুখ-বিসুখ হতে পারে।

৩. ভারী পর্দার ব্যবহার

জানালায় ভারী পর্দা ব্যবহার করতে পারেন। এতে বাইরে থেকে আসা ধুলা পর্দা শুষে নেবে। এছাড়া ভারী পর্দার কারণে ঘরের বাতাসে ধুলা ছড়াবে না, আবার ধুলাবালি ঘরে ঢোকার পথেও বাধা দেবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন