You have reached your daily news limit

Please log in to continue


৩২ ঘণ্টা পরও মেলেনি জাকসু ভোটের ফল, পারদ চড়ছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ-জাকসু এবং হল সংসদ নির্বাচনের পর ৩২ ঘণ্টা পেরিয়ে গেলেও ফল কখন প্রকাশিত হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানা যাচ্ছে না।

ওএমআর মেশিনের পরিবর্তে হাতে ভোট গোনার সিদ্ধান্ত, গণনা প্রক্রিয়ায় ধীর গতি, আর পাল্টাপাল্টি অভিযোগের কারণে ক্যাম্পাসে উত্তেজনা ও বিভ্রান্তি ছড়াচ্ছে। সেই সঙ্গে ভোটের সম্ভাব্য ফল নিয়ে আস্থাও কমছে।

ভোট গণনার এই দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে শুক্রবার সকালে সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়। এজন্য নির্বাচন কমিশনের ‘অব্যবস্থাপনাকে’ দায়ী করেছেন তার সহকর্মীরা।

অপরদিকে দ্রুত ভোটের ফলাফল প্রকাশের জন্য এখনও নির্বাচনি লড়াইয়ে থাকা প্রার্থী ও তাদের সমর্থকরা বিক্ষোভ করছেন। তারা বলছেন, ভোট গণনায় এত দীর্ঘ সময় লাগা দুঃখজনক। এটি পর্যাপ্ত প্রস্তুতির অভাবে হয়েছে।

যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে নিরবচ্ছিন্নভাবে ভোট গণনা এগিয়ে নেওয়া এবং রাতের মধ্যেই ফলাফল প্রকাশের প্রত্যাশার কথা বলা হয়েছে।

১২ হাজার শিক্ষার্থীর এই ক্যাম্পাসে ২১টি হলে ভোটগ্রহণ শুরু হয় বৃহস্পতিবার সকাল ৯টায়। বিকাল ৫টার মধ্যে অধিকাংশ হলের ভোটগ্রহণ শেষ হলেও দু-তিনটি হলে ভোটারের দীর্ঘ লাইন থাকায় তা রাত সাড়ে ৭টা পর্যন্ত গড়ায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন