উপাচার্যের কাছ থেকে দাবি পূরণের আশ্বাস পেয়ে তিন দিনের মাথায় অনশন ভাঙলেন সাত দফা দাবিতে আন্দোলনে থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নয় শিক্ষার্থী।
শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে উপাচার্য অধ্যাপক ইয়াহইহয়া আখতার প্রক্টর কার্যালয়ের সামনে অবস্থানরত আন্দোলনকারীদের জুস পান করিয়ে অনশন ভাঙ্গান।
আন্দোলনকারী শিক্ষার্থী ধ্রুব বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমাদের স্পষ্ট দাবি ছিল, “প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ অন্যান্য দাবির বিষয়ে স্পষ্ট ঘোষণা দিতে হবে। উপাচার্য স্যার আমাদের দাবি মানার বিষয়ে আশ্বাস দিয়েছেন। দ্রুত পূরণের আশ্বাসে আমরা অনশন ভেঙেছি।”