You have reached your daily news limit

Please log in to continue


‘পরিণীতা’ সিনেমায় বিদ্যার সুযোগ মেলে ৭৫ বার অডিশনে

বিদ্যা বালানের ভাগ্য রাতারাতি বদলে দিয়েছিল বলিউডি সিনেমা ‘পরিণীতা’, অভিষেকেই আসে তারকাখ্যাতি। তবে ওই সিনেমার কাজটি সহজে বিদ্যার হাতে ধরা দেয়নি।

একে একে ৭৫ বার অডিশন দিয়ে তবেই এ সিনেমার ললিতা চরিত্রে চূড়ান্ত হয়েছিলেন বিদ্যা বালান।

বলিউড হাঙ্গামা লিখেছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী নিয়ে সিনেমাটি বানিয়েছিলেন প্রদীপ সরকার। মূল ভূমিকায় ছিলেন বিদ্যা বালান, সাইফ আলী খান, সঞ্জয় দত্ত, দিয়া মির্জা, রাইমা সেন ও সব্যসাচী চক্রবর্তী।

মুম্বাইয়ের এক প্রেক্ষাগৃহে এর মধ্যে মহাসমারোহে উদ্‌যাপিত হয়েছে ‘পরিণীতা’ সিনেমার ২০ বছর পূর্তি। সেই রাতে চিত্রনির্মাতা বিধু বিনোদ চোপড়া, বিদ্যা বালান, রেখা, দিয়া মির্জা, গায়িকা শ্রেয়া ঘোষাল, সংগীত পরিচালক শান্তনু মৈত্রসহ অনেকে উপস্থিত ছিলেন।

ওই অনুষ্ঠানে বিদ্যা বলেন, “আমার জীবনে একটাই স্বপ্ন ছিল। তা হল অভিনয়। গত দুই দশক ধরে সেই স্বপ্নের রাজ্যে আমি বাস করতে পারছি। তার পেছনে একটাই কারণ, সেটি হল ‘পরিণীতা’।”

কলেজে পড়ার সময় সিরিয়াল এবং বিজ্ঞাপনের মডেল হিসেবে বিনোদন দুনিয়ায় যাত্রা করা বিদ্যার কাছে আড়াই দশক আগে সিনেমার প্রস্তাব আসতে শুরু করে। শুরুতে মালয়ালম সিনেমায় সুযোগ পান। কিন্তু কয়েক দিন শুটিংয়ের পর কাজ বন্ধ হয়ে যায়।

বিদ্যা বলেন, তিনি ওই সময় ১২টি সিনেমায় চুক্তিবদ্ধ হন তিনি। কিন্তু কয়েক বছরের মধ্যে একে একে সব সিনেমা থেকে বাদ দেওয়া হয় তাকে। অনেকেই তখন বিদ্যাকে ‘অপয়া’ বলে ডাকত।

তার কথায় ভেতরে ভেতরে আশাহত হয়ে পড়লেও মনে সাহস রেখেছিলেন। একদিন প্রদীপ সরকার বিদ্যাকে নিয়ে মিউজিক ভিডিওর কাজ করিয়ে তাকে বলেছিলেন, তিনি তার প্রথম সিনেমা বানাবেন অভিনেত্রীকে নিয়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন