দেশবরেণ্য লালন-সংগীতশিল্পী ফরিদা পারভীনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।
আজ (১২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ফরিদা ফরিদা পারভীনের শারীরিক অবস্থার ব্যাপারে কথা হয় ডা. আশীষ কুমার চক্রবর্তীর সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, ‘তার (ফরিদা পারভীনের) ক্রিটিক্যাল কন্ডিশন। তিনি লাইফ সাপোর্টে রয়েছেন। তিনি মাল্টিঅর্গান ফেইলিয়রের রোগী। গত পরশুদিন (১০ সেপ্টেম্বর) তার অবস্থা অনেক খারাপ ছিল। তার ব্লাড প্রেশার পাওয়া যাচ্ছিল না, ভেন্টিলেটর দিতে হয়েছে।
গতকাল (১১ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে একটা সুসংবাদ হচ্ছে, কালকে দুপুরের পর থেকে তার ব্লাড প্রেশারটা একটু একটু উঠে আসছে। তবে তাতে খুব বেশি আনন্দিত হওয়ার কিছু নেই। কারণ তার অন্য অর্গানগুলো আরও ঝুঁকিপূর্ণ। তার জ্ঞানের মাত্রা কম, রক্তে ইনফেকশন বেড়েছে। কিডনি ফাংশন একদমই খারাপ। কিডনি ঠিকমতো কাজ করেছ না। ব্লাড প্রেশার কম থাকায় আমরা ডায়ালাইসিস দিতে পারছি না। হিমোগ্লোবিন অনেক কম।’