
শ্রীলঙ্কা ও বাংলাদেশের পর নেপালে সরকার পতন: ফের অপ্রস্তুত অবস্থায় ভারত
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫১
বিগত কয়েক বছরের মধ্যে ভারতের প্রতিবেশীদের মধ্যে তৃতীয় দেশ হিসেবে গণআন্দোলনের মাধ্যমে সরকার পতন হয়েছে নেপালে। দেশটিতে গত ৮ সেপ্টেম্বর শুরু হওয়া জেন–জি আন্দোলনে পুলিশের গুলিতে অন্তত ২৯ জন নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেন।
মূলত নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে তরুণেরা এই আন্দোলন শুরু করেন। পরে তা খুব দ্রুতই সরকারের নেতাদের সন্তানদের বিলাসী ও তাদের দুর্নীতি বিরোধী আন্দোলনে পরিণত হয়। পুলিশ গুলি চালালে আন্দোলন সহিংসতায় পরিণত হয়। তরুণেরা দেশটির পার্লামেন্ট, রাজনৈতিক নেতাদের বাড়িতে আগুন দেয়, ভাঙচুর চালায়। সরকার পতনের পর সেনাবাহিনী দেশের নিয়ন্ত্রণ নেয়, কারফিউ জারি করে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে যাচ্ছে।