শিক্ষার্থীদের কাছে হেরে যাওয়ার ভয়ে ছাত্রদল সমর্থিত প্যানেল নির্বাচন বর্জন করেছে কিনা—এমন প্রশ্ন রেখেছেন জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের জিএস পদপ্রার্থী মাজহারুল ইসলাম। তিনি বলেছেন, ‘নির্বাচনে থাকা বা বর্জন করা তাদের ব্যাপার। কারণটা তারাই ভালো জানেন।’
গতকাল রাত থেকে এখন পর্যন্ত অনেকগুলো কারচুপির ঘটনা ঘটেছে এমন অভিযোগ তুলে তিনি বলেন, ‘কাল পোলিং এজেন্টদের সঠিকভাবে নিয়োগ দিতে দেওয়া হয়নি। প্রাক্তন শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন অংশে অবস্থান করছিলেন।’
মাজহারুল ইসলাম আরও বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর হল থেকে ছাত্রদলের এক কেন্দ্রীয় নেতা আটক হয়েছেন। একই সঙ্গে, বঙ্গমাতা ১৫ নম্বর ছাত্রী বুথে ছাত্রদলের একটি সম্পূর্ণ গ্রুপ ঢুকে নির্বাচন আটকে দিয়েছে এবং গোলযোগের সৃষ্টি করেছে। সে জায়গায় শিক্ষার্থীরা সরাসরি প্রতিবাদ জানিয়েছে যে এই কাজটি আসলে যৌক্তিক ছিল না।’