
তারুণ্যের গোপন রহস্য লুকিয়ে আছে যে ফলে
আমরা কমবেশি সবাই পেঁপে পছন্দ করি। আর বাজারে সারাবছরই পেঁপে পাওয়া যায়। আর পেঁপে এমন একটি ফল, যা মানুষ কাঁচাও খেতে পারে আবার পাকাও। সবুজ অবস্থায় সবজি হিসেবে খেয়ে থাকে এবং পাকা অবস্থায় ফল হিসাবে। এর অনেক ভেষজ গুণও রয়েছে।
যে কারণে কমবেশি সবার বাড়িতে পেঁপে দেখা যায়। যেসব ফল আনা হয়, তার মধ্যে পাকা পেঁপে অন্যতম। দেখতে যতটা সহজ-সরল, ত্বকের যত্নে এই ফল ঠিক ততটাই কার্যকর। নিয়মিত পাকা পেঁপে খাওয়ার পাশাপাশি সরাসরি ত্বকে ব্যবহার করলে এটি হতে পারে প্রাকৃতিক বিউটি ট্রিটমেন্ট।
পেঁপে দিয়ে ফেসপ্যাক
আপনার উজ্জ্বল ত্বকের জন্য পাকা পেঁপের ফেসপ্যাক ভীষণ কাজে দেবে। পাকা পেঁপে চটকে মুখে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। দেখবেন ত্বক হবে সতেজ ও উজ্জ্বল।
ব্রণের দাগ হালকা করতে পাকা পেঁপে ও লেবুর রস মিশিয়ে মুখে লাগান। নিয়মিত ব্যবহার করলে ব্রণের দাগ হালকা হবে। সেই সঙ্গে শুষ্ক ত্বকের জন্য পাকা পেঁপে, দই ও মধু মিশিয়ে মুখে লাগালে শুষ্ক ত্বক হয় নরম ও আর্দ্রতাও বজায় থাকে।
- ট্যাগ:
- লাইফ
- পেঁপের উপকারিতা
- ত্বকের তারুণ্য