রাতে দাঁত ব্রাশ করা যে কারণে জরুরি

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৫

ঘুমানোর আগে দাঁত ব্রাশ করা কেবল একটি ভালো অভ্যাস নয়, এটি মুখ এবং সুস্বাস্থ্য বজায় রাখার একটি শক্তিশালী উপায়। যদিও অনেকে সকালে ব্রাশ করার ওপর জোর দেন, তবে রাতের রুটিন এড়িয়ে গেলে মুখে খাদ্যকণা, ব্যাকটেরিয়া এবং চিনি জমা হয়। যা ক্ষয়, মাড়ির রোগ এবং মুখের দুর্গন্ধের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে।


রাতে ব্রাশ করা স্বাস্থ্যের জন্য কেন গুরুত্বপূর্ণ? চলুন জেনে নেওয়া যাক-


১. দাঁতের ক্ষয় রোধ করে


দিনের বেলায় খাবার এবং পানীয় থেকে দাঁতে লেগে থাকা চিনি খেয়ে ব্যাকটেরিয়া প্লাক তৈরি করে। ঘুমানোর আগে অপসারণ না করলে এই প্লাক সারা রাত ধরে অ্যাসিড তৈরি করতে থাকে, দাঁতের এনামেল নষ্ট করে এবং গহ্বরের সৃষ্টি করে। কলেজ অফ ডেন্টিস্ট্রি অ্যান্ড ডেন্টাল ক্লিনিকের মতে, রাতের বেলা ব্রাশ করলে এই ক্ষতিকারক প্লাক দূর হয়, যা দাঁতকে ক্ষয় থেকে রক্ষা করে।


২. মাড়ির রোগের ঝুঁকি কমায়


মাড়ির রোগ শুরু হয় মাড়ির প্রদাহ দিয়ে। এক্ষেত্রে মাড়িতে লালচেভাব, ফোলাভাব এবং মাড়ি থেকে রক্তপাত দেখা দিতে পারে। এই সমস্যা উপেক্ষা করা হলে তা পেরিওডোন্টাইটিসে পরিণত হতে পারে, যা আরও গুরুতর সংক্রমণ। যা দাঁতকে সমর্থনকারী হাড়কে ক্ষতিগ্রস্ত করে। ঘুমানোর আগে ব্রাশ করলে তা মাড়ির রেখা বরাবর প্লাক এবং ব্যাকটেরিয়া অপসারণে সাহায্য করে, প্রদাহের ঝুঁকি কমায়।


৩. মুখের দুর্গন্ধের বিরুদ্ধে লড়াই করে


সকালের দুর্গন্ধযুক্ত নিঃশ্বাস ব্যাকটেরিয়ার কারণে হয়। এই ব্যাকটেরিয়াগুলো দুর্গন্ধযুক্ত যৌগ নির্গত করে, যা ঘুম থেকে ওঠার সময় নিঃশ্বাসে দুর্গন্ধ বাড়িয়ে তোলে। ঘুমানোর আগে ব্রাশ করলে এই আটকে থাকা কণাগুলো দূর হয়, ব্যাকটেরিয়ার বৃদ্ধি হ্রাস পায় এবং সকালে সতেজ নিঃশ্বাস নিশ্চিত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও