You have reached your daily news limit

Please log in to continue


নেপালের অন্তর্বর্তী নেতা বেছে নিতে তরুণ আন্দোলনকারীদের সঙ্গে বসছে সেনাবাহিনী

নেপালে সহিংস বিক্ষোভের মুখে ক্ষমতাসীন সরকার পদত্যাগ করার পর দেশের অন্তর্বর্তী প্রধান কে হবেন, সে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার ‘জেন জি’ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর মুখপাত্র রাজা রাম বাসনেত রয়টার্সকে বলেছেন, “প্রাথমিক আলোচনা চলমান আছে আর আজকেও চলবে। আমরা ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।”

প্রধানমন্ত্রী কেপি শর্মার ওলির পদত্যাগের কারণে নেতৃত্বশূন্য হয়ে যাওয়া নেপালে আপাতত সেনাবাহিনীই অস্থির পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

ওলির সরকার নিবন্ধনহীন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ বন্ধ করে দেওয়ার পর বিক্ষুব্ধ হয়ে ওঠে দেশটির তরুণরা। তারা সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা তোলার ও সরকারের দুর্নীতি-স্বজনপ্রীতির বন্ধের দাবিতে সোমবার বিক্ষোভে নামে। এরপর সহিংস প্রতিবাদের মধ্যে ১৯ জন নিহত হলে পদত্যাগে বাধ্য হন প্রধানমন্ত্রী।

রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার রাজধানী কাঠমাণ্ডুর জনশূন্য রাস্তাগুলোতে টহল দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন