
ত্রিভুবন বিমানবন্দরে জামালরা, অবশেষে ফিরছেন দেশে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:২০
প্রীতি ম্যাচ খেলতে নেপালে গিয়ে সরকারবিরোধী আন্দোলন আর সহিংসতার মধ্যে কাঠমান্ডুতে আটকা পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দল অবশেষে দেশে ফিরছে।
জামাল ভূঁইয়ারা বৃহস্পতিবার সকালেই ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তাদের দুপুরে ঢাকায় ফেরার কথা রয়েছে।
নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান ও দূতাবাসের কয়েকজন কর্মকর্তাও বিমানবন্দরে উপস্থিত রয়েছেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ সরকারের সম্মিলিত চেষ্টায় ফুটবল দলকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে।
বাংলাদেশ-নেপাল ম্যাচের সংবাদ সংগ্রহের জন্য নেপালে যাওয়া সাংবাদিকরাও একই ফ্লাইটে ফিরছেন।
নেপালে বাংলাদেতশ দূতাবাসের কর্মকর্তারা আটকা পড়া সাংবাদিকদের থামেল থেকে বিমানবন্দরে পৌঁছানোর জন্য গাড়ির ব্যবস্থা করে দেন।