নেপালের অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে আলোচনায় সুশীলা কার্কি

ডেইলি স্টার নেপাল প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৬

সরকার পতনের পর নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তী সরকারের প্রধান হতে পারেন বলে আলোচনা শোনা যাচ্ছে।


'জেন-জি' আন্দোলনের এক প্রতিনিধি এএফপিকে এ তথ্য জানিয়েছেন। কে পি শর্মা অলির পদত্যাগের পর বৃহস্পতিবার এই আলোচনা হয়েছে বলে জানান তিনি।


এক সামরিক মুখপাত্র এএফপিকে জানান, সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল বুধবার সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা ও জেন-জি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।


প্রায় তিন কোটি জনসংখ্যার হিমালয়ের এই দেশে দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতার পর সেনাবাহিনী শৃঙ্খলা ফেরাতে চেষ্টা করছেন। মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হন এবং সংসদ ভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দেওয়া হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও