You have reached your daily news limit

Please log in to continue


প্রেমের সম্পর্ক তিন রকম, আপনার কোনটি

প্রেম হলো একধরনের আকর্ষণ, ভালো লাগা ও মানসিক সংযোগ; একজন মানুষ যা আরেকজনের প্রতি অনুভব করে। প্রেম মানসিক শান্তি দেয়, মানুষকে আত্মবিশ্বাসী করে। তবে সব প্রেমই কিন্তু এক রকম নয়। ভারতীয় লাইফ কোচ জয় শেঠি সম্প্রতি এক পডকাস্টে প্রেমে বিদ্যমান তিন ধরনের সম্পর্কের কথা উল্লেখ করেছেন। চলুন সেই তিন ধরনের প্রেমের কথা পড়া যাক।

এই লাইফ কোচের মতে মূলত তিন ধরনের প্রেমের দেখা মেলে।

  • আতশবাজি ধরন (ফায়ারওয়ার্ক টাইপ)
  • মোমবাতি ধরন (ক্যান্ডেল টাইপ)
  • আয়না ধরন (মিরর টাইপ)

আতশবাজির মতো প্রেম

এই সম্পর্ক মাদকতাময়, উজ্জ্বল ও প্রবল। এ প্রেম হঠাৎ করে জ্বলে ওঠে, আবার দ্রুতই ফুরিয়ে যায়। পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন, যার জীবনে গোপনে হোক বা প্রকাশ্যে অন্তত একবার এমন প্রেম আসেনি!

মোমবাতির মতো প্রেম

মোমবাতির মতো প্রেম আতশবাজি সম্পর্কের ঠিক বিপরীত। এই সম্পর্কের গতি ধীর ও স্থির। আতশবাজি পর্ব অতিক্রম করে অনেকে এই পর্যায়ে এসে থিতু হন। তাই এটি স্থিতিশীল, নির্ভরযোগ্য।

আয়নার মতো প্রেম

তিন ধরনের মধ্যে আয়নার মতো প্রেমকে সবচেয়ে গভীর ও সম্ভাবনাময় বলে উল্লেখ করেছেন জয় শেঠি। এমন প্রেম চ্যালেঞ্জিং। আয়নার মতো এই সম্পর্ক আপনার সব শক্তি, দুর্বলতা, ভয় ও সম্ভাবনাকে প্রতিফলিত করে। এ ধরনের প্রেম আপনাকে প্রতিকূলতা যেমন দেখায়, অবিশ্বাস্যভাবে মুক্তির পথও উন্মোচন করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন