
তাপমাত্রা কমাতে গাছ যেভাবে ভূমিকা রাখে
গাছ প্রকৃতির মহামূল্যবান দান। গাছ শুধু সৌন্দর্য ছড়ায় না, মানুষের বেঁচে থাকার শ্বাসপ্রশ্বাসকেও নিরাপদ করে তোলে। কার্বন ডাই-অক্সাইড শোষণ করে আমাদের বায়ুমণ্ডল করে শুদ্ধ, পরিবেশ রাখে শীতল, আর প্রকৃতির ভারসাম্য রক্ষা করে।
তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষমতায় গাছ যেন পৃথিবীর প্রাকৃতিক শীতলকারক, যা নীরবে মানুষের জীবনকে করে তোলে আরামদায়ক। আবার আকাশে মেঘ জমে বৃষ্টিপাত নামার পেছনেও আছে গাছের অদৃশ্য ভূমিকা। তাই গাছ কেবল প্রকৃতির অলংকার নয়, মানবজীবনের রক্ষকও বটে। সুতরাং গাছ লাগানো ও লালন করা মানেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক নিরাপদ, শীতল ও সবুজ পৃথিবী নির্মাণ করা।
কার্বন ডাই-অক্সাইড শোষণ:
বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় কারণগুলোর মধ্যে একটি হলো বাতাসে কার্বন ডাই-অক্সাইড (CO₂) এর মাত্রা বৃদ্ধি। কার্বন ডাই-অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস, যা সূর্যের তাপ ধরে রাখে এবং পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দেয়। ফলে দেখা দেয় গ্লোবাল ওয়ার্মিং, আবহাওয়ার অস্থিরতা এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ।
এই সমস্যার কার্যকর সমাধানে গাছের ভূমিকা অপরিসীম। একটি মাত্র ১৫ সেন্টিমিটার ব্যাসের গাছ বছরে প্রায় ২২ কেজি কার্বন ডাই-অক্সাইড শোষণ করতে সক্ষম। গাছ তাদের খাদ্য তৈরির প্রক্রিয়া তথা সালোকসংশ্লেষণের মাধ্যমে বাতাস থেকে CO₂ গ্রহণ করে এবং অক্সিজেন নির্গত করে।
ফলে বাতাসের দূষণ কমে, পরিবেশে শীতলতা বৃদ্ধি পায় এবং স্থানীয় তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। যদি বৃহৎ আকারে বৃক্ষরোপণ করা হয়, তবে লাখো টন কার্বন ডাই-অক্সাইড বাতাস থেকে শোষিত হবে। এর ফলে শুধু পরিবেশই শীতল হবে না, জীববৈচিত্র্য রক্ষা, মাটির ক্ষয় রোধ ও সুস্থ পরিবেশ গড়ে তোলাও সম্ভব হবে।
তাই প্রত্যেকের উচিত নিয়মিত গাছ লাগানো এবং লাগানো গাছের যত্ন নেওয়া। অতএব বলা যায়, কার্বন ডাই-অক্সাইড শোষণ করে গাছ কেবল তাপমাত্রা নিয়ন্ত্রণেই নয়, পৃথিবীকে বাঁচিয়ে রাখতেও সরাসরি ভূমিকা রাখে।
পরিবেশ ঠান্ডা রাখা:
একটি বয়স্ক গাছ শুধু অক্সিজেন প্রদানই করে না, বরং পরিবেশকে প্রাকৃতিকভাবে ঠান্ডা রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গবেষণায় দেখা গেছে, একটি পরিণত গাছ দিনে প্রায় ৩৭৯ লিটার পানি বাষ্পীভবনের মাধ্যমে বাতাসে ছাড়ে। এই প্রক্রিয়াকে ট্রান্সপিরেশন বলা হয়।
গাছ যখন মাটির পানি শোষণ করে, তখন তা পাতার মাধ্যমে বাতাসে জলীয়বাষ্প হিসেবে নির্গত হয়। এর ফলে আশপাশের তাপমাত্রা কমে আসে এবং পরিবেশ অনেকটা শীতল থাকে। শহরে যেখানে কংক্রিট ও যানবাহনের কারণে তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পায়, সেখানে গাছই প্রাকৃতিক এয়ারকন্ডিশনারের মতো কাজ করে।
গবেষণায় দেখা গেছে, একটি পূর্ণবয়স্ক গাছ তার আশেপাশের পরিবেশকে এমনভাবে ঠান্ডা রাখে, যা প্রায় ১০টি এয়ার কন্ডিশনারের সমপরিমাণ কাজের সমান। এতে বিদ্যুৎ খরচ নেই। এটি পরিবেশবান্ধব ও সাশ্রয়ী সমাধান। গাছপালা শুধু মানুষকেই নয়, অন্যান্য প্রাণী ও পাখিদেরও ঠান্ডা আশ্রয় প্রদান করে। এছাড়া বয়স্ক বৃক্ষের ছায়া শহরের রাস্তাঘাট ও ভবনের তাপমাত্রা কমিয়ে শক্তির ব্যবহার হ্রাস করে।
- ট্যাগ:
- মতামত
- গাছ লাগানো
- তাপমাত্রা কমবে