
নেপালে নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনী, কারফিউ জারি, রাস্তায় রাস্তায় টহল
নেপালে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পরও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় দেশের সার্বিক নিরাপত্তার নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা নিশ্চিত করার ভার নিয়েছে তারা।
মঙ্গলবার স্থানীয় সময় রাত ১০টার পরই সেনারা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে। আইন-শৃঙ্খলা ফেরাতে রাজধানী কাঠমাণ্ডুর রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে। জারি করা হয়েছে কারফিউ।
নেপালের পত্রিকা ‘কাঠমাণ্ডু পোস্ট’ জানায়, বুধবার ভোর সকাল থেকে কাঠমাণ্ডুর রাস্তা ছিল মোটামুটি জনশুন্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নেপালের বিভিন্ন স্থানে সেনা মোতায়েন করা হয়। সংবেদনশীল এলাকাগুলোতে টহল দিচ্ছে সেনাবাহিনী।
দেশে লুটপাট চালালে, ভাঙচুর করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সেনাবাহিনী। দেশের নাগরিকদেরও সহযোগিতা চেয়েছে তারা। নেপাল সরকারের প্রধান সচিবালয় ভবন নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী।
বিক্ষোভকারীদের উদ্দেশে সেনাবাহিনীর জেনারেল সিগদেল অশোকরাজ আহ্বান জানিয়ে বলেছেন, “প্রতিবাদ কর্মসূচি ছেড়ে শান্তিপূর্ণ সমাধান খুঁজে পেতে আলোচনায় বসুন। কঠিন পরিস্থিতি স্বাভাবিক করতে হবে আমাদের।”
নেপালের সেনাবাহিনী জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব, বাসিন্দাদের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে তারা অঙ্গীকারাবদ্ধ। তবে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী দেশের অস্থির পরিস্থিতির সুযোগকে কাজে লাগাচ্ছে। সেকারণে সবাইকে সতর্ক থাকতে বলা হচ্ছে।