বিশাল জয়ে ডাকসুতে শিবিরের সাদিক, ফরহাদ, মহিউদ্দীন

বিডি নিউজ ২৪ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই ভিপি পদ পেয়েছে ইসলামী ছাত্রশিবির, বিপুল ভোটে জয়ী হয়েছেন আবু সাদিক কায়েম। জিএস হিসেবে তিনি পেয়েছেন নিজেদের প্যানেলের এসএম ফরহাদকে।


প্রতিদ্ব্ন্দ্বী জাতীয়তাবাদী ছাত্রদলের প্রার্থীদের বিপক্ষে ভূমিধসানো জয় পেয়েছেন তারা।


সারারাত অপেক্ষার পর বুধবার সকাল ৮টার পর ভোট ঘোষণা শুরু করেন ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দিন।


এজিএস নির্বাচিত হয়েছেন ছাত্রশিবিরের মুহা. মহিউদ্দীন খান।


শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে মঙ্গলবার গভীর রাতে আট কেন্দ্রের ভোট গণনার প্রক্রিয়া শেষ হয়। পরে কেন্দ্রগুলো থেকে একে একে ভোটের ফল দেওয়া শুরু হয়, যা ভোর রাতের দিকে দেওয়া শেষ হয়। এরপর ঘণ্টা কয়েকের বিরতি দিয়ে সকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন থেকে ফল ঘোষণা করা হয়।


ভিপি পদে শিবিরের সাদিক কায়েম পেয়েছেন মোট ১৪,০৪২ ভোট, আর ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫,৭০৮ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা ৩,৩৮৯ ভোট।



জিএস পদে শিবিরের এসএম ফরহাদ পেয়েছেন ১০,৭৯৬ ভোট। আর ছাত্রদলের শেখ তানভীর হামিম পেয়েছেন ৫,২৮৩ ভোট। এছাড়া বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আবু বাকের মজুমদার ১,৮০৯ ভোট পেয়েছেন।


এজিএস পদে শিবিরের মহিউদ্দীন খান ১১,৭৭২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্ব্ন্দ্বী ছাত্রদলের তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫,০৬৪ ভোট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও