You have reached your daily news limit

Please log in to continue


আজকের পর যে ৮টি পণ্য বিক্রি বন্ধ করবে অ্যাপল

নতুন আইফোন ১৭ সিরিজ উন্মোচনের সঙ্গে সঙ্গে অ্যাপল আটটি পুরোনো ডিভাইস বিক্রি বন্ধ করবে। প্রতিবছরের মতো এবারও নতুন পণ্য আসার পর অ্যাপল তাদের স্টোর থেকে কিছু আইফোনে পুরোনো মডেল সরিয়ে নিচ্ছে। সেই সঙ্গে কয়েকটি অ্যাপল ওয়াচ ও এয়ারপডস মডেলের বিক্রিও বন্ধ করবে।

বাজার থেকে উঠে যাবে চারটি আইফোন। সেগুলো হলো—আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স।

অ্যাপলের ওয়াচ লাইনআপ থেকেও বাদ পড়ছে তিনটি মডেল—অ্যাপল ওয়াচ সিরিজ ১০, অ্যাপল ওয়াচ আলট্রা ২ এবং অ্যাপল ওয়াচ এসই (দ্বিতীয় প্রজন্ম)।

এ ছাড়া এয়ারপডস প্রো ২-ও বিক্রি বন্ধ করে দেবে।

এসব ডিভাইস আইফোন ১৭ উন্মোচন অনুষ্ঠানের পর অ্যাপলের ওয়েবসাইট বা স্টোরে এসব পণ্য আর পাওয়া যাবে না। তবে খুচরা বিক্রেতাদের স্টকে থাকা পর্যন্ত এগুলো কিছুদিন বিক্রি হতে পারে।

চলতি বছরের শুরুতেই বাজার থেকে বিদায় নিয়েছে আইফোন এসই। তার জায়গা নিয়েছে আরও আধুনিক ডিজাইনের আইফোন ১৬ই, যা এখন অ্যাপলের এন্ট্রি-লেভেলের স্মার্টফোন হিসেবে ৫৯৯ ডলারে পাওয়া যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন