জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাম্প্রতিক তদন্তে বেরিয়ে এসেছে, এক হাজার ৩০০ এর বেশি বিলাসবহুল গাড়ির মালিক কর ফাঁকি দিতে কর ফাইলে এসব গাড়ির তথ্য গোপন করেছেন।
তদন্তে আরও দেখা গেছে, ৪০৯টি গাড়ির মালিক কোনো কর রিটার্ন জমা দেননি।
তবে সব গাড়িই বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছে নিবন্ধিত বলে জানিয়েছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।
এনবিআরের গোয়েন্দা কর্মকর্তারা জানান, তথ্য গোপন করা প্রতিটি গাড়ির দাম (শুল্ক ও করসহ) ১ কোটি থেকে ১০ কোটি টাকার মধ্যে।
তথ্য গোপন করা গাড়িগুলোর তালিকায় আছে টয়োটা, বিএমডাব্লিউ, মার্সিডিজ, জিপ, ল্যান্ড রোভার, অডি, রেঞ্জ রোভার, পোরশে, জাগুয়ার, বেন্টলি, রোলস-রয়েস, ক্যাডিলাক, মেসারাতি, টেসলা, ফেরারি এবং ল্যাম্বোরগিনি।