দুর্নীতি ও সামাজিকমাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে উত্তাল হওয়া নেপাল আরও উত্তাল হয়ে পড়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগে বাধ্য হন।
এরআগে তার ব্যক্তিগত বাসভবনসহ অন্যান্য মন্ত্রী ও রাজনীতিবিদদের বাড়িতে গিয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন বিক্ষোভকারীরা।
এরমধ্যে সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দিউবার বাড়িতে প্রবেশ করেন বিক্ষুব্ধ সাধারণ মানুষ। তারা তাকে ও তার স্ত্রীকে মারধর করেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী আর্জু রানা দিউবাকেও আটকে রেখেছেন তারা। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানিয়েছে।