ডাকসু: 'আচরণবিধি লঙ্ঘনের' পাল্টাপাল্টি অভিযোগ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৬

ডাকসু নির্বাচনে 'আচরণবিধি লঙ্ঘনের' পাল্টাপাল্টি অভিযোগ করেছেন তিনটি প্যানেলের ভিপি ও জিএস প্রার্থীরা।


মঙ্গলবার বেলা ১১টা ৫০ মিনিটে টিএসসি কেন্দ্রের সামনে বৈষম্যবিরোধী ছাত্র সংসদ-বাগছাস সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের এবং জিএস প্রার্থী আবু বাকের মজুমদার অভিযোগ করেন, নির্বাচনে 'দলীয় প্রভাব' তৈরি করে ছাত্রদল ও শিবিরের প্রার্থীরা নির্বাচনী 'আচরণবিধি লঙ্ঘন' করলেও প্রশাসন 'নিরব'।


পাশাপাশি নির্বাচনে 'ভোট কারচুপি'র মত ঘটনাও ঘটছে বলে তাদের অভিযোগ।


আবু বাকের মজুমদার বলেছেন, তাদের এই অভিযোগ নির্বাচন কমিশনকে মৌখিকভাবে জানানো হয়েছে।


কিছুক্ষণ পর টিএসসি কেন্দ্রে সামনে আসেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ। তিনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ 'ভিত্তিহীন' মন্তব্য করে পালটা অভিযোগ করেন।


আবিদ বলেন, "টিএসসি কেন্দ্রে রোকেয়া হলের এক শিক্ষার্থী ভোট দিতে গিয়ে দেখেন, তার ভোট আগেই সাদিক কায়েম ও এস এম ফরহাদকে দেওয়া হয়ে গেছে।"


একই অভিযোগ করেছেন বাগছাস প্যানেলের আব্দুল কাদের ও আবু বাকেরও।


আব্দুল কাদের বলেন, "একুশে হলে একজন পোলিং অফিসার ভোট দিচ্ছেন। ধরে পড়ে যাওয়ায় তাকে অব্যহতি দেওয়া হয়েছে। রোকেয়া হলের শিক্ষার্থীর ভোট আগেই দেওয়া হয়ে গেছে।"


“ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে বিএনপিপন্থি শিক্ষক সমিতি-সাদা দল ভেতরে প্রবেশ করেছেন। তখন কাউকে ভেতরে যেতে দেওয়া হয়নি।"


তারা ভেতরে কেন গেছেন প্রশ্ন তুলে কাদের বলেন, "এ ধরনের আচরণ হাসিনার আমলের নির্বাচনকেই মনে করিয়ে দেয়। এমন আচরণের জন্যই হাসিনাকে পালাতে হয়েছে। আমরা অভ্যুত্থান করেছি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও অভ্যুত্থান হবে, তবু এসব মেনে নেওয়া হবে না।"


'ভোট কারচুপি'র অভিযোগ করেছেন ছাত্রশিবিরের জিএস প্রার্থী এস এম ফরহাদও।


তিনি সাংবাদিকদের বলেন, "আজকে সকাল থেকে অনেক নাটক দেখছি। কার্জন হলে একজন নির্বাচন অফিসারকে অব্যহতি দেওয়া হয়েছে। সেই ঘটনা আড়াল করতে টিএসসি কেন্দ্রে আরেক নাটক সাজানো হয়েছে। একজন ছাত্রীর ভোট আগেই দিয়ে দেওয়া হয়েছে। যে কর্মকর্তারা এসবের সঙ্গে যুক্ত। তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।"


ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে সাদা দলের শিক্ষকরা কেন প্রবেশ করেছেন, সেই প্রশ্নও তোলেন ফরহাদ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও