
প্রিয় খেলোয়াড়দের কাজ ক্রীড়া উপদেষ্টার কাছে এখন ‘লজ্জাজনক’
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০০:৪৪
একসময় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে যারা ছিলেন স্বপ্নের নায়ক, তাদেরকেই তিনি নতুন করে চিনেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা হওয়ার পর। প্রিয় ক্রীড়া তারকাদের কাছ থেকে দেখে চমকে গেছেন বলে জানালেন অন্তবর্তী সরকারের এই উপদেষ্টা।
গত বছরের জুলাইয়ের আগেও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছিলেন দেশের আর সব ক্রীড়ানুরাগী মানুষের মতোই। দেশের সাফল্যে ইচ্ছ্বসিত হতেন, প্রিয় ক্রীড়া তারকাদের নিয়ে আবেগের স্রোত বইয়ে দিতেন সামাজিক মাধ্যমে। সেই তিনিই গত প্রায় ১৩ মাস ধরে দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক।
দূর আকাশের তারাদের একদম নাগালেই পেয়েছেন তিনি এই সময়টায়। তবে তার সেই অভিজ্ঞতা খুব সুখকর নয় বলেই দাবি করলেন ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায়।