You have reached your daily news limit

Please log in to continue


‘ম্যাডাম, হাসপাতাল যাবেন?’ আশার গান শুনে ড্রাইভার

ভারতীয় সংগীতজগতের কিংবদন্তি আশা ভোসলের জন্মদিন আজ। ৯২-তে পা দিলেন আশা ভোসলে। অর্ধশতকের বেশি সময়জুড়ে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। তবে আর ডি বর্মনের সঙ্গে তাঁর যুগলবন্দী যেন আলাদা এক অধ্যায়। অনেক শ্রোতৃপ্রিয় গানের জন্ম দিয়েছে এই জুটি। কিন্তু ‘তিসরি মঞ্জিল’ ছবির ‘আজা আজা ম্যায় হুঁ পেয়ার তেরা’ গানটির পেছনের গল্পের সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না। আশা ভোসলের জন্মদিন উপলক্ষে ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে জেনে নেওয়া যাক গানটির পেছনের কথা।

পঞ্চমের অডিশন, শাম্মির আপত্তি

১৯৮৪ সালে ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে আর ডি বর্মন বলেছিলেন, নাসির হুসেনের প্রযোজনায় ‘তিসরি মঞ্জিল-এর সুরকার হিসেবে তাঁর নাম প্রস্তাব করেছিলেন গীতিকার মজরুহ সুলতানপুরী। মূলত দেব আনন্দকে নায়ক করে ছবিটি শুরু হলেও মতবিরোধের কারণে পরে আসেন শাম্মি কাপুর। তখনই বিপাকে পড়েন আর ডি। কারণ, শাম্মির পছন্দের সুরকার ছিলেন শংকর-জয়কিশন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন