বিএনপি হলো সেই রাজনৈতিক দল, যে মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও বালক উচ্চবিদ্যালয়ের বড়মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।
প্রায় আট বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সম্মেলন উদ্বোধনের সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপি হলো সেই রাজনৈতিক দল, যে আমাদের মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ২১ দফাকে কেন্দ্র করে বেগম জিয়া নতুন বাংলাদেশের রূপকল্প দিয়েছিলেন।’