‘বাংলাদেশ সিরিজে ধরা খেয়ে সেই শিক্ষা কাজে লাগাচ্ছে পাকিস্তান’

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৩

এশিয়া কাপ শুরুর আগে সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান এর চেয়ে ভালো প্রস্তুতি কী হতে পারত! যে সংযুক্ত আরব আমিরাতেই হচ্ছে এবারের এশিয়া কাপ, সেখানে তাঁরা আফগানিস্তানকে বিধ্বস্ত করে জিতল ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। চ্যাম্পিয়ন হওয়ার পর পাকিস্তান অধিনায়ক উল্লেখ করেছেন বাংলাদেশের নাম।


মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে জুলাই মাসে বাংলাদেশের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল পাকিস্তান। ২-১ ব্যবধানে সিরিজ হেরে মিরপুরের কঠোর সমালোচনা করেছিলেন পাকিস্তান অধিনায়ক সালমান ও সাদা বলের কোচ মাইক হেসন। সেই সিরিজের পর থেকে টি-টোয়েন্টিতে দারুণ ছন্দে আছে পাকিস্তান। সালমানের নেতৃত্বে পাকিস্তান সবশেষ ৮ টি-টোয়েন্টির মধ্যে জিতেছে ৬টিতেই। শারজায় গত রাতে আফগানদের ৭৫ রানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতেছে পাকিস্তান। চ্যাম্পিয়ন পাকিস্তানের দলপতি সালমান বলেন, ‘বাংলাদেশের মাঠে সিরিজ শেষেই আমরা ভালো খেলছি। আমরা দারুণ ছন্দে আছি এবং এশিয়া কাপের জন্য পুরোপুরি প্রস্তুত।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও