You have reached your daily news limit

Please log in to continue


রাশিয়ার ওপর দ্বিতীয় ধাপে নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত ট্রাম্প

ইউক্রেইন যুদ্ধ নিয়ে রাশিয়ার ওপর দ্বিতীয় ধাপে নিষেধাজ্ঞা আরোপের পথে হাঁটতে প্রস্তুত বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। রোববার হোয়াইট হাউজে তিনি একথা বলেন।

ওদিকে, যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসান্টও এদিন বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বাড়তি অর্থনৈতিক চাপ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দ্রুত ইউক্রেইনের সঙ্গে শান্তি আলোচনার টেবিলে আনতে পারে।

এনবিসি’র মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি বলেন, “যদি যুক্তরাষ্ট্র এবং ইউরোপ এক হয়। আরও নিষেধাজ্ঞা চাপায়, যেসব দেশ রাশিয়ার তেল কেনে তাদের ওপর সেকেন্ডারি শুল্ক আরোপ করে, তাহলে রাশিয়ার অর্থনীতি পুরো ধসে পড়বে। আর তখন পুতিন আলোচনার টেবিলে আসবেন “

বেসান্ট বলেন, “প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন রাশিয়ার ওপর চাপ বাড়াতে প্রস্তুত।” তবে তিনি বলেন, একাজে আমাদের ইউরোপীয় অংশীদারদেরকেও আমাদের পাশে দরকার।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রোববার রাশিয়ার ওপর দ্বিতীয় ধাপে নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত থাকার কথা বললেও তা কখন আরোপ করবেন বা কী ধরনের নিষেধাজ্ঞা চাপাবেন সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

রাশিয়ার ওপর বাড়তি নিষেধাজ্ঞা চাপাতে প্রস্তুত কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নর জবাবে তিনি কেবল বলেন, “হ্যাঁ, আমি প্রস্তুত।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন