
পুঁজিবাজারে ‘বছরের সর্বোচ্চ’ ১৪৪২ কোটি টাকা লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৭ সেপ্টেম্বর) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন এক্সচেঞ্জটির প্রধান মূল্যসূচক ও বাছাইকৃত ৩০ শেয়ারের সূচক বাড়লেও কমেছে শরিয়াহ কোম্পানিগুলোর সূচক। তবে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। আর এক্সচেঞ্জটির লেনদেন হয়েছে এক বছরের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ, আর্থিক পরিমাণে যা প্রায় ১ হাজার ৪৪২ কোটি টাকা।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৩৬ পয়েন্টে উঠেছে। গতকাল যা ছিল ৫ হাজার ৬১৪ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইর বাছাই করা ৩০ কোম্পানির শেয়ারের সূচক ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৮৮ পয়েন্টে নেমেছে। গতকাল এই সূচকটির অবস্থান ছিল ২ হাজার ১৮৩ পয়েন্টে। তবে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ১ পয়েন্ট কমে ১ হাজার ২২৯ পয়েন্টে নেমেছে।