You have reached your daily news limit

Please log in to continue


পুঁজিবাজারে ‘বছরের সর্বোচ্চ’ ১৪৪২ কোটি টাকা লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৭ সেপ্টেম্বর) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন এক্সচেঞ্জটির প্রধান মূল্যসূচক ও বাছাইকৃত ৩০ শেয়ারের সূচক বাড়লেও কমেছে শরিয়াহ কোম্পানিগুলোর সূচক। তবে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। আর এক্সচেঞ্জটির লেনদেন হয়েছে এক বছরের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ, আর্থিক পরিমাণে যা প্রায় ১ হাজার ৪৪২ কোটি টাকা।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৩৬ পয়েন্টে উঠেছে। গতকাল যা ছিল ৫ হাজার ৬১৪ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইর বাছাই করা ৩০ কোম্পানির শেয়ারের সূচক ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৮৮ পয়েন্টে নেমেছে। গতকাল এই সূচকটির অবস্থান ছিল ২ হাজার ১৮৩ পয়েন্টে। তবে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ১ পয়েন্ট কমে ১ হাজার ২২৯ পয়েন্টে নেমেছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন