You have reached your daily news limit

Please log in to continue


আনাসের রক্তে আমাদের শরীর ভেসে গিয়েছিল: মা সানজিদা

ঢাকার চানখাঁরপুলে গুলিতে নিহত শাহরিয়ার খান আনাসের লাশ নিয়ে বাসায় যাওয়ার সময় রক্তে শরীর ‘ভেসে গিয়েছিল‘ বলে সাক্ষ্যে বলেছেন তার মা সানজিদা খান দীপ্তি।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে সাক্ষ্য দেন আনাসের মা।

জুলাই-অগাস্ট আন্দোলনে রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্য দেন সানজিদা। তিনি ছিলেন নবম সাক্ষী।

সানজিদা বলেন, ২০২৪ সালের ৫ অগাস্ট সকালে একটি চিঠি লিখে গেণ্ডারিয়ার ভাড়া বাসা থেকে বের হয় আনাস। চিঠিতে আনাস লিখেছিল, ‘মা আমি মিছিলে যাচ্ছি। যদি না ফিরি তাহলে গর্বিত হইও।‘

“ঠিক দুপুরে তার মৃত্যুর খবর পাই আমরা। পরে তার লাশ আনতে মিটফোর্ড হাসপাতালে যাই। সঙ্গে তার বাবা আর নানুও ছিলেন। লাশটি নিয়ে রিকশায় করে বাসার উদ্দেশ্যে রওনা দেই আমরা। ওই সময় আনাসের রক্তে আমাদের তিনজনের শরীর ভেসে গিয়েছিল।“

আনাসের মা বলেন, লাশ বাসায় আনার পর হত্যার বিচার চেয়ে মিছিল করে এলাকাবাসী। পরে ধুপখোলা মাঠে তার জানাজা হয়। সেখানে মেহেদী হাসান জুনায়েদের জানাজাও হয় বলে আনাসের বাবার কাছ থেকে জানতে পারেন। দুজনের জানাজা একসঙ্গে হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন