
‘সু চি বেঁচে আছেন কি না, আমরা যাচাই করতে পারছি না’
বন্দী অবস্থায় মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চির স্বাস্থ্যের অবনতি হচ্ছে। গতকাল শুক্রবার তাঁর ছেলে কিম অ্যারিস এমনটা জানান। তিনি তাঁর মাকে ‘নিষ্ঠুর ও জীবন সংশয়ী’ সামরিক হেফাজত থেকে অবিলম্বে মুক্তি দেওয়ার আবেদন জানিয়েছেন।
কিম অ্যারিস বলেছেন, তাঁর ৮০ বছর বয়সী মা ২০২১ সালের সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে কারাবন্দী। তাঁর হৃদ্রোগ দ্রুত খারাপের দিকে যাচ্ছে। জরুরি ভিত্তিতে তাঁর চিকিৎসা প্রয়োজন।
কিম অ্যারিস লন্ডন থেকে মুঠোফোনে রয়টার্সকে বলেন, অং সান সু চি প্রায় এক মাস আগে একজন হৃদ্রোগবিশেষজ্ঞ দেখানোর অনুরোধ করেছিলেন। কিন্তু তাঁর অনুরোধ রাখা হয়েছে কি না, এখনো জানেন না তিনি (কিম)।
কিম অ্যারিস বলেন, ‘যথাযথ পরীক্ষা-নিরীক্ষা ছাড়া তাঁর হৃদ্যন্ত্রের অবস্থা বোঝা সম্ভব নয়। আমি অত্যন্ত উদ্বিগ্ন। তিনি আদৌ বেঁচে আছেন কি না, তা–ও আমরা যাচাই করতে পারছি না।’