ব্যস্ত নগরীর ভিড় ঠেলে হেঁটে গেলে বিকেলের হালকা আলোয় দোয়েল চত্বরে চোখ পড়ে সাজিয়ে রাখা বেতের তৈরি ঝুড়ি, ডালা, খলুই, কুলা, খাঁচা, আয়না কিংবা ফুলের ঝুড়িতে।
এগুলো দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি ঘর সাজানোর জন্যেও অনন্য। মাটির হাড়ি-কলসি আর ঘর সাজানোর পণ্যের পাশেই বসেছে দোকানগুলো। মাটির গন্ধের সঙ্গে মিশে যায় বেতের প্রাকৃতিক ঘ্রাণ। ঢাকার প্রাণকেন্দ্রে দাঁড়িয়েও যেন গ্রামবাংলার টান ফিরিয়ে আনে এই দোকানগুলো।
এখানে টানা ২০ বছরের বেশি সময় ধরে বেতের তৈরি পণ্যের ব্যবসা করছেন আব্দুল গফুর। দোকানের সামনে দাঁড়িয়ে তিনি বললেন, ‘এটা আসলে আমাদের পুরনো ঐতিহ্য। আগে গ্রামে প্রতিটি ঘরেই বেতের মোড়া, ঝুড়ি থাকত। এখন গ্রামে তেমন ব্যবহার হয় না, কিন্তু শহরে যারা সৌখিন, তারা ঘর সাজানোর জন্য এগুলো নেয়। চাহিদা কমলেও আমরা এই ব্যবসা ছাড়তে পারিনি।’