
দাপুটে জয়ে বিশ্বকাপ বাছাই মিশন শুরু ফ্রান্সের
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩১
দুর্দান্ত জয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের যাত্রা শুরু করেছে ফ্রান্স। পোল্যান্ডের তারকিনস্কি অ্যারেনায় ইউক্রেনকে ২-০ গোলে হারিয়ে তিন পয়েন্ট নিশ্চিত করেছে ফরাসিরা।
শুক্রবার রাতে ম্যাচের ১১ মিনিটেই মাইকেল অলিসে ফ্রান্সকে এগিয়ে নেন। ব্র্যাডলি বারকোলার নিখুঁত দীর্ঘ পাস থেকে বল পান পিএসজি ফরোয়ার্ড অলিসে। এরপর ঠাণ্ডা মাথায় বল জালে পাঠান।
এই গোলে ফ্রান্স ম্যাচের প্রারম্ভিক নিয়ন্ত্রণ নেয় এবং প্রথমার্ধ জুড়ে তারা বিপজ্জনক আক্রমণ চালাতে থাকে। অলিসে তার দ্বিতীয় গোলের সুযোগও পেয়েছিলেন, তবে ইউক্রেন গোলরক্ষক আনাতোলি ত্রুবিন অসাধারণ একহাতি সেভ করে তাকে বঞ্চিত রাখেন।
- ট্যাগ:
- খেলা
- ফুটবল বিশ্বকাপ