You have reached your daily news limit

Please log in to continue


‘ভারতকে টুকরো করে দাও’ পোস্টের পর অস্ট্রিয়ার অর্থনীতিবিদের এক্স অ্যাকাউন্ট ব্লক

‘ভারতকে টুকরো করে দাও’ আহ্বান–সংবলিত একটি পোস্ট দেওয়ার পর আজ শুক্রবার অস্ট্রিয়ার অর্থনীতিবিদ গুন্থার ফেহলিংগার-জানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টটি ভারতে ব্লক করে দিয়েছে সে দেশের সরকার।

ফেহলিংগার-জান তাঁর পোস্টে লিখেছিলেন, ‘আমি ভারতকে টুকরো করে সাবেক ইন্ডিয়া করার আহ্বান জানাচ্ছি। (ভারতের প্রধানমন্ত্রী) নরেদ্র মোদি রাশিয়ার লোক। ‘খালিস্তাননেট’–এর জন্য আমাদের স্বাধীনতার বন্ধু দরকার।’ খালিস্তাননেট একটি অনলাইন প্ল্যাটফর্ম, যা খালিস্তান আন্দোলনের সমর্থনে কার্যক্রম চালায়।

ফেহলিংগার-জান এমন এক সময়ে পোস্টটি দিলেন, যখন নরেন্দ্র মোদি চীনের তিয়ানজিন শহরে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলেন (৩১ আগস্ট–১ সেপ্টেম্বর) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন। তাঁরা সম্মেলনের এক ফাঁকে এক ঘণ্টার দ্বিপক্ষীয় বৈঠকও করেন। বৈঠক শেষে একই গাড়িতে করে অনুষ্ঠানস্থলে যান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন