চাঁদপুরের শাহরাস্তিতে নিখোঁজের পর দিন তাসনুহা তাবাসসুম নামের তিন বছরের শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির এক চাচিকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে তাসনুহার বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়।
আজ শুক্রবার শিশুটির বাবা রুবেল পাটওয়ারী শাহরাস্তি থানায় হত্যা মামলা করেছেন। এতে সাথী আক্তারকে (২০) আসামি করা হয়।
জানা গেছে, উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পানচাইল গ্রামের পাটওয়ারী বাড়ির ট্রাকচালক রুবেল পাটওয়ারীর শিশুসন্তান তাসনুহা তাবাসসুম গত বুধবার দুপুরে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা তাকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। বাড়ির কোথাও খুঁজে না পেয়ে একপর্যায়ে বাড়ির পুকুরে ডুবুরি দল নামিয়ে তল্লাশি করানো হয়। পুকুরে জাল ফেলেও শিশু তাসনুহাকে খুঁজে পাওয়া যায়নি। পরে গতকাল দিবাগত রাত ১২টার দিকে বাড়ির লোকজন পুকুরে একটি বস্তা পুকুরে ভাসতে দেখেন। তাঁরা সেটি ওপরে তুলে খুলে দেখেন, ভেতরে শিশুর লাশ।