গত ৫ আগস্ট ২০২৪ শেখ হাসিনার ১৬ বছরের শাসনের অবসান বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর অন্যতম নাটকীয় রাজনৈতিক পরিবর্তন। এর পরপরই নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয়। এক বছর পেরিয়ে বাংলাদেশ এখন একটি নির্ণায়ক মোড়ে দাঁড়িয়ে-যেখানে নেওয়া সিদ্ধান্তই ঠিক করবে দেশ একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রে রূপ নেবে নাকি আবার স্বৈরতান্ত্রিকতার চক্রে পড়ে যাবে।
বর্তমান চ্যালেঞ্জগুলো
১. নিরাপত্তা খাতের দায়মুক্তি ও জননিরাপত্তা : ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে শত শত মানুষ নিহত হয়। পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সংস্কার এখনো অসম্পূর্ণ। এগুলো যদি জবাবদিহির আওতায় না আনা হয়, আবারও রাজনৈতিক দমন-পীড়নের হাতিয়ার হয়ে উঠতে পারে।
২. নির্বাচনি রোডম্যাপের অনিশ্চয়তা : অন্তর্বর্তী সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের সম্ভাব্য সময়সূচি দিয়েছে। কিন্তু মৌলিক প্রশ্ন এখনো অমীমাংসিত-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক কাঠামো কি থাকবে? নির্বাচন কমিশন কি স্বাধীনভাবে কাজ করতে পারবে? সব দল কি অবাধ অংশ নিতে পারবে? প্রধান দলগুলোর মাঝে মতপার্থক্যের কি অবসান হবে? এ প্রশ্নগুলো সমাধান না হলে নির্বাচন বর্জন বা সহিংসতার ঝুঁকি থেকেই যাবে।
৩. রাজনৈতিক মেরূকরণ ও দলীয় বিভাজন : বিএনপি দ্রুত নির্বাচনের দাবি করছে। অপরদিকে ছাত্রনেতা ও ইসলামপন্থিরা ন্যাশনাল সিটিজেন পার্টিসহ নতুন রাজনৈতিক দল গড়েছে। এতে জোট রাজনীতি জটিল হয়ে উঠছে, আর আস্থার সংকট বাড়ছে।
৪. আইনের শাসন ও মতপ্রকাশের স্বাধীনতা : সমালোচিত ২০২৩ সাইবার সিকিউরিটি আইন আংশিক সংস্কারের প্রক্রিয়ায় থাকলেও অনেক ক্ষেত্রে এখনো নাগরিক স্বাধীনতা সীমিত। শক্তিশালী আইনি সুরক্ষা না থাকলে গণতন্ত্রে আস্থা জন্মাবে না।
৫. সাম্প্রদায়িক উত্তেজনা ও উগ্রবাদ : বিপ্লব-পরবর্তী সময় সংখ্যালঘু সম্প্রদায়ের মাঝে উত্তেজনা থাকলেও বিশেষ করে হিন্দুদের ওপর কয়েকটি রাজনৈতিক হামলা ছাড়া তেমন কোনো দুর্ঘটনা ঘটেনি। ভারত ইসলামি মৌলবাদ ও উগ্রবাদের বয়ান তৈরি করে আবার বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রয়াস চালিয়ে যাচ্ছে।
৬. অর্থনৈতিক অস্থিতিশীলতা : অর্থনীতি উচ্চ মুদ্রাস্ফীতি, দুর্বল ব্যাংক খাত, খেলাপি ঋণ বৃদ্ধি, বিনিয়োগের ঘাটতি ইত্যাদি সমস্যায় জর্জরিত। আইএমএফ, এডিবি ও বিশ্বব্যাংকের সহায়তার ওপর নির্ভরশীলতা থাকলেও দুর্নীতিবিরোধী পদক্ষেপ ছাড়া স্থিতিশীলতা আসবে না।
৭. বেসামরিক-সামরিক ভারসাম্য : ২০২৪-এর পরিবর্তনের সময়ে সেনাবাহিনী মধ্যস্থতার ভূমিকা নেয়। এখন প্রশ্ন হলো, সংবেদনশীল সংস্কার ও নির্বাচন প্রক্রিয়ায় সেনাবাহিনী কি বেসামরিক কর্তৃত্বের অধীন থাকবে?
সম্ভাবনার জানালা
১. যুব ও নাগরিক শক্তির উত্থান : ২০২৪ সালের ছাত্র আন্দোলন প্রমাণ করেছে যুবশক্তিই পরিবর্তনের চালিকাশক্তি। তাদের সংস্কার কমিশনে অন্তর্ভুক্তি নতুন নেতৃত্ব ও বহুত্ববাদী মূল্যবোধ আনতে পারে, যদি তারা দলীয় রাজনীতির কবলে না পড়ে।
২. প্রাতিষ্ঠানিক সংস্কারের সুযোগ : অন্তর্বর্তী সরকার ইতোমধ্যেই ১১টি সংস্কার কমিশন গঠন করেছে। জুলাই ঘোষণা-এর মাধ্যমে একটি কাঠামো তৈরি হয়েছে। যদি তা আইনে পরিণত হয়, তবে বাংলাদেশে সত্যিকারের চেক অ্যান্ড ব্যালান্স প্রতিষ্ঠিত হবে।
৩. ডিজিটাল অধিকার পুনঃপ্রতিষ্ঠা : সাইবার সিকিউরিটি আইনের কড়াকড়ি শিথিলের উদ্যোগ এবং ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতির প্রস্তাব নাগরিক আস্থা ফিরিয়ে আনতে পারে।