You have reached your daily news limit

Please log in to continue


আইপ্যাডের জন্য আলাদা অ্যাপ চালু করল ইনস্টাগ্রাম

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আইপ্যাডের জন্য অফিশিয়াল অ্যাপ উন্মোচন করেছে ইনস্টাগ্রাম। এতদিন আইপ্যাড ব্যবহারকারীদের ওয়েব ভার্সনই ভরসা ছিল অথবা বড় স্ক্রিনে আইফোনের জন্য তৈরি অ্যাপটি ব্যবহার করতে হত। এবার নতুন অ্যাপের মাধ্যমে সরাসরি আইপ্যাডেই পূর্ণাঙ্গ ইনস্টাগ্রাম অভিজ্ঞতা উপভোগ করা যাবে।

নতুন অ্যাপটি চালু হলে ডিফল্টভাবে দেখা যাবে রিলস স্ক্রিন, যেখানে ব্যবহারকারীরা বড় স্ক্রিনে সহজেই ভিডিও স্ক্রল করতে পারবেন। এ ছাড়া রয়েছে আইফোন অ্যাপের প্রায় সব সুবিধা। উপরের অংশে থাকবে স্টোরিজ আর বাম দিকের সাইডবার থেকে পাওয়া যাবে ফলোয়িং ফিড, ডিএম, সার্চ, এক্সপ্লোর ও নোটিফিকেশনস।

প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ লিখেছে, ইনস্টাগ্রাম ফিডে যুক্ত হচ্ছে তিনটি ভিউ অপশন, প্রথমটি ‘অল’ যেখানে রেকমেন্ডেড পোস্ট ও রিলস দেখা যাবে। দ্বিতীয়টি হল ‘ফ্রেন্ডস’ এতে মিউচুয়াল ফ্রেন্ডদের কনটেন্ট দেখা যাবে। সর্বশেষ ‘লেটেস্ট’ এতে সময় অনুযায়ী সাজানো পোস্ট দেখা যাবে। ব্যবহারকারীরা চাইলে ফিডের এই সারি নিজেদের মত করে পরিবর্তন করতে পারবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন