আস্ত তেলাপিয়া ভাজা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৪

টুকরা না করে আস্ত মাছ অল্প তেলে ভাপিয়ে রান্না করা বেশ সহজ।


আর এই রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মিতা খানম।


উপকরণ



  • একটি আস্ত তেলাপিয়া ১ কেজি ওজনের

  • পেঁয়াজ বাটা ১ টেবিল-চামচ

  • আদা বাটা ১ চা-চামচ

  • জিরা বাটা ১ চা-চামচ

  • ভিনেগার ১ টেবিল-চামচ

  • চিনি ২ টেবিল-চামচ

  • ধনে গুঁড়া ১ চা-চামচ

  • তেল আধা কাপ


সস বানানোর জন্য যা যা লাগবে



  • রসুন মিহি কুচি ১ টেবিল-চামচ

  • লেবুর রস আধা কাপ

  • ধনেপাতার রস আধা কাপ

  • কাঁচামরিচ মিহি কুচি ৪টি

  • ভিনেগার ৩ টেবিল-চামচ

  • চিনি ১ টেবিল-চামচ

  • লবণ স্বাদ মতো


সব উপকরণ একসাথে একটি বাটিতে নিয়ে সস বানিয়ে নিন।


পদ্ধতি



  • মাছের পেটে অংশে লম্বা করে কেটে ভেতর থেকে সব ময়লা বের করে ভালো ভাবে পরিষ্কার করে ধুয়ে নিন।

  • গায়ে দাগ কেটে পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা, ধনে, ভিনেগার ও লবণ দিয়ে মেরিনেইট করে রেখে দিন আধা ঘন্টা।

  • এবার চুলায় প্যান বসিয়ে তেল দিন। গরম হলে মেরিনেইট করা মাছ দিয়ে ঢেকে দিন।

  • মাঝারি আঁচে রান্না করুন পাঁচ মিনিট। তারপর উল্টে আবার ঢেকে পাঁচ থেকে সাত মিনিট রান্না করুন।

  • সিদ্ধ হয়ে গেলে একটি সার্ভিং ডিসে নামিয়ে নিন।

  • তৈরি করে রাখা সস মাছের ওপরে ঢেলে সাজিয়ে পরিবেশ করুন তেলে-ভাপে আস্ত তেলাপিয়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও