চীন ও ভারতীয় পণ্যে উচ্চ শুল্ক, বাংলাদেশের লাভ কী?

ডেইলি স্টার প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৩

বৈশ্বিক বাজারে বাংলাদেশি তৈরি পোশাকের বড় প্রতিদ্বন্দ্বী চীন ও ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এই দুটি দেশের ওপর উচ্চ শুল্ক আরোপ করেছে। এটিকে বাংলাদেশের জন্য আর্শীবাদ মনে করছেন পোশাক ব্যবসায়ীরা।


তবে ব্যবসায়ীরা সতর্ক করেছেন, এখনই খুশি হওয়ার কিছু নেই। কারণ এমন অনেক বিষয় আছে, যেগুলো এই সুবিধার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে।


সম্প্রতি যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ ও চীনা পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করেছে। তবে এই দুই দেশের তুলনায় বাংলাদেশের আরোপিত শুল্কের পরিমাণ কম। ট্রাম্প প্রশাসন বাংলাদেশি পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে। এতে বিদেশি ব্যবসায়ীরা চীন ও ভারতের বিকল্প হিসেবে বাংলাদেশের তৈরি পোশাকের দিকে ঝুঁকছেন। ফলে বৈশ্বিক বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করতে কিছুটা হলেও বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ।


শনিবার এক অনুষ্ঠানে কথা বলার সময় বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন জানান, দেশের রপ্তানিকারকরা এই শুল্ক সুবিধা পেতে পারেন।


তার অনুমান, ভারত ও চীন থেকে সরে আসা অর্ডার থেকে অতিরিক্ত ২ বিলিয়ন ডলার পর্যন্ত অর্ডার পেতে পারেন বাংলাদেশের ব্যবসায়ীরা, বিশেষ করে তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা।


তবে রপ্তানিকারকরা বলছেন, এখনই কোনো আনুমানিক পরিসংখ্যান ঠিক করার সময় আসেনি। কারণ বাংলাদেশের ব্যবসায়ীদের এত বড় পরিবর্তন সামাল দেওয়ার মতো প্রস্তুতি নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও