অন্যরকম লড়াইয়ে মুখোমুখি বুলবুল-তামিম

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৮

কিছু দিন আগে নির্বাচন হবে না, এমন একটি অপপ্রচার ও গুজব শোনা গেছে। কিন্তু সেই গুঞ্জন অসাড় প্রমাণিত হয়েছে। কোনো অ্যাডহক কমিটি নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন হবে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহেই।


অবস্থাদৃষ্টে প্রতীয়মান হচ্ছে, বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও জাতীয় দলের সাবেক ওপেনার এবং অধিনায়ক তামিম ইকবাল বোর্ড নির্বাচন করবেন। এবং সভাপতি পদে মূল লড়াই হবে জাতীয় দলের দুই সাবেক অধিনায়কের মধ্যেই।


তামিম ইকবাল ঢাকার ক্লাব ক্যাটাগরিতে নির্বাচন করবেন। জানা গেছে, গত বছর প্রিমিয়ার ক্রিকেট লিগে যে দলের ‘ডোনার’ ছিলেন, সেই গুলশান ক্রিকেট ক্লাবের কাউন্সিলর হিসেবেই নির্বাচন করবেন তামিম।


অন্যদিকে বুলবুল ঠিক কোন ক্যাটাগরি থেকে নির্বাচন করবেন, তা প্রকাশ করেননি। তিনি জানান, আমি কোথা থেকে নির্বাচন করব, তা এখনো ঠিক হয়নি। অসমাপ্ত কাজ শেষ করতেই বোর্ডে থাকতে আগ্রহী বলে মন্তব্য করেন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক।


যেহেতু আইসিসির ক্রিকেট উন্নয়ন কর্তা হিসেবে চাকরিতে থাকায় দীর্ঘদিন ঢাকার ক্রিকেটের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, তাই বুলবুলের পক্ষে ক্লাব কোটায় নির্বাচন করা খুব কঠিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও